কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
ঠিকানা দিয়ে যেও, ইচ্ছে হলে
তোমার জন্য নেমেছিলাম অথৈ জলে!
ঝাপ দিয়ে হারালাম, জীবন ঝুমকা থেকে একটা মতি
কেমন হতো প্রিয়, সত্যি যদি আমার হতি?
সেই, এক শ্রাবনে দেখা হলো নিকষ রাতি
নীরদ ঢাকা শশী ছিলো রাতের বাতি!
মিলন তিথির সেই ঘনঘোর কাটেনি, আজ-ও আচ্ছন্ন
কোন সে লাবণ্যবতী সুস্মিতা করলো আমায় বিচ্ছিন্ন?
চল্লিশ বছর পর কেন এলে, তানপুরায় সুর ছড়াতে
ঠিকানা না দিয়ে পালাবে কি আবার কাল প্রভাতে!
আমায় একটু জায়গা দাও মাথা রাখি তোমার কোলে
পালাও যদি অনূঢ়া এই চিরন্টীকে, যেও বলে !