শেখ সাইফুল ইসলাম কবির
মানুষের সম্পর্কের ভিত্তি গড়ে ওঠে বিশ্বাসের ওপর। পরিবার, বন্ধুত্ব, প্রেম কিংবা সাধারণ সহানুভূতির বন্ধন—সবকিছুই দাঁড়িয়ে থাকে এক অদৃশ্য কিন্তু দৃঢ় মেরুদণ্ডের ওপর, যার নাম বিশ্বাস।
আমরা অনেক সময় হয়তো নিজেদের লাভ, জয়ের বা অহংকারের পেছনে ছুটে এমন কিছু করে ফেলি, যা একজন মানুষকে চিরতরে আমাদের জীবন থেকে সরিয়ে দেয়। ভাবি, আমরা জিতে গেছি। কিন্তু আসল সত্যি হলো—আমরা হেরে গেছি। কারণ, আমরা এমন একজনকে হারিয়ে ফেলি যে আমাদের অন্ধভাবে বিশ্বাস করতো, ভালোবাসতো।
বিশ্বাস এক delicate অনুভব। এটা একবার ভেঙে গেলে শুধু সম্পর্ক নয়, মানুষটাকেও বদলে দেয়। যে একসময় তোমার জন্য নিজের সব কিছু বিশ্বাস করে বিলিয়ে দিয়েছিল, সে আর কখনো আগের মতো হবে না। আর তুমি? হয়তো জীবনের কোনো এক পড়ন্ত বিকেলে খুব করে চাও সে ফিরে আসুক... কিন্তু তখন সে শুধু স্মৃতি।
তাই?
যখনই মনে হবে তুমি কাউকে ঠকিয়ে হয়তো একটু সুবিধা পাবে, তখন একবার থেমে ভাবো—তুমি কী হারাতে চলেছো?
সম্ভবত, এমন কিছু, যেটা টাকা দিয়ে কেনা যায় না—একজন মানুষের নিঃস্বার্থ বিশ্বাস।
বিশ্বাস ভেঙে জেতা নয়,
বিশ্বাস রেখে বাঁচাটাই সত্যিকারের জয়।
শেখ সাইফুল ইসলাম কবির চেয়ারম্যান জাতীয় মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রিয় কমিটি ঢাকা।