মোঃ ইছাহাক আলী, এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
৫ সেপ্টেম্বর (শুক্রবার) এনায়েতপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশন এর উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
খুকনী ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত এই সমাবেশ কামালপুর সরকারী প্রাইমারী বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুকনী ইউনিয়ন সভাপতি মোঃ সবুজ আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা জামায়াতের মজলিস শূরা সদস্য ও এনায়েতপুর থানা জামায়াতের আমির ডাঃ মোঃ সেলিম রেজা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা জামায়াতের সেক্রেটারি ডাঃ মোঃ মোফাজ্জল হোসেন সবুজ,আর উপস্থিত ছিলেন থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডাঃ শেখ মোঃ আইয়ুব আলী জামায়াত নেতা মোঃ ইছাহাক হোসেন রুবেল, শাহজালাল শেখ, মাওলানা আঃ আউয়াল, হাফেজ জহুরুল ইসলাম, হাবিবুর রহমান আলাল,নূরুল হক,আমানউল্লাহ প্রমূখ।সভায় বক্তাগণ বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে একত্র হয়ে ভূমিকা রাখতে হবে। যাতে করে নির্বাচনে ভোট চুরি, ব্যালট বক্স ছিনতাই করতে না পারে। পি আর পদ্ধতি বুঝিনা যারা বলেন,তারা নির্বাচনে জনগণের ম্যান্ডেড ছাড়াই ক্ষমতায় যেতে চায়। তারা এদেশের মানুষের ভোটের অধিকার সঠিক ভাবে দিতে চায় না। আগামীতে জামায়াতকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়ে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যায় নিন।
আয়োজিত সমাবেশে খুকনী ইউনিয়ন এর তিন নং ওয়ার্ডের জাতীয় নির্বাচনের জন্য ২১ সদস্য নিয়ে নির্বাচনীয় কমিটি ঘোষণা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন এর এনায়েতপুর থানা সভাপতি ডাঃ শেখ মোঃ আইয়ুব আলী। কমিটি নিম্নরুপ- নির্বাচন কেন্দ্রের সভাপতি মোঃ জাকির হোসেন, সহসভাপতি মোঃ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী, অর্থ সম্পাদক মোঃ হাসান আলী।