স্টাফ রিপোর্টার:
শুক্রবার ৫ সেপ্টেম্বর সকাল ১০ টায় আশিক্বীনে আউলিয়া পরিষদ কর্তৃক আয়োজিত সাইয়্যেদুল মুরসালীন, রাহমাতুল্লীল আলামিন হযরত আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তফা (সা.)-এর ১৫০০তম মহান ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে “জশনে জুলুস” অনুষ্ঠিত হয়েছে।
জুলুছে নেতৃত্ব দেন মহান সুরেশ্বর দরবার শরীফের মুন্তাজিম, গদিনশীন পীর ও মুর্শীদ ক্বিবলা, সুরেশ্বরীয়া তরিকার রূপকার, প্রবর্তক ও ঘোষক, হিজরী পনের শতকের শাহ্ মোজাদ্দিদ, সুফি স্কলার সাইয়্যেদ শাহ্ সূফী বেলাল নূরী আল সুরেশ্বরী (মাঃ জিঃ আঃ),
প্রতিষ্ঠাতা সভাপতি, আশিক্বীনে আউলিয়া পরিষদ।
জুলুছটি সাতগাঁও সুরেশ্বরীয়া দরবার শরীফ, মুন্সীগঞ্জ হতে শুরু হয়ে শ্রীনগর, সিরাজদীখান হয়ে কেরানীগঞ্জ প্রদক্ষিন করে। অতপর পুনরায় সাতগাঁও সুরেশ্বরীয়া দরবার শরীফে এসে শেষ হয়। জুলুছ শেষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল এবং তবারক বিতরন করা হয়।
উপস্থিত ছিলেন শাহজাদা ডক্টর সাইয়্যেদ শাহ্ সূফী মুক্তাদির নূরী আল সুরেশ্বরী ও মহান সুরেশ্বর দরবার শরীফের আশেক-ভক্ত, মুরিদ এবং আশিক্বীনে আউলিয়া পরিষদে নেতৃবৃন্দ।