কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
তোমার ভালোবাসার গভীরে
আমি যেতে পারি নি কোন দিন
বেঁধেছিলে আমাকে বিন্দু বিন্দু করে
শুধিতে পারবোনা কোনদিন তব ঋণ!
সরিষা সমান না-ই যোগ্যতা ম-ম
প্রতিদান করি অমোঘ প্রেমের আজীবন ভর!
তুমি আমার শুধুই বিরল হৃদয় স্পন্দন
আমি শ্রান্তক্লান্ত দ্বি ধায় ভ্রান্ত, হারালাম নিজ ঘর!
আজ ফিরিয়ে কেন নিলে হৃদয়ের নির্বিকল্প অলিন্দ প্রবাহ
আমার সিঁথি সিঁদুর দিলে অকম্পিত হাতে মুছে!
ভেঙে আমার ভুজ শাখা সুখ বিষে, ঘুমাও নিশ্চিন্তে
এতদিনের সেবা-যত্ন সঁপিত দেহমনের ভ্রম গেলো ঘুচে !
রোজ দিগন্ত রাঙিয়ে সিঁদুর রাঙা অরূণ যায় ডুবে
মধুমতী ঘাটে ভেসে যাবে সন্ধ্যা প্রদীপ, সিঁদুর মাখা মৃন্ময়ী বিসর্জিতা!
আমি কাঁদবো বাকী জীবন শাঁখাসিঁদুর হারা নারী
ভেসে গেলাম তোমার দেওয়া বিষাদী শ্রীমন্ত যে, তবুও পরিণয়ে অপরাজিতা!