এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে ট্রান্সফরমার চুরির সময় আতাউর রহমান (২৮) নামের এক চোরকে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে হস্তান্তর করেছে স্হানীয়রা।
গতকাল রাতে (৫ সেপ্টেম্বর) উপজেলার হাজিনগর ইউনিয়নের কাটনা এলাকায় ট্রান্সফরমার চুরির প্রস্তুতির সময় তাকে আটক করে স্হানীয়রা। আটক আতাউর ভাবিচা ইউনিয়নের শালালপুর গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে।
স্হানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কাটনা এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির প্রস্তুতির সময় স্হানীয়রা টের পায়। স্হানীয়রা একত্রিত হয়ে ধাওয়া করলে অন্যরা পালিয়ে গেলেও আতাউর রহমান আটক হয়। এ সময় স্হানীয়রা তাকে বৈদ্যুতিক পুলের সঙ্গে বেঁধে প্রহার করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করেন স্হানীয়রা।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, আতাউর রহমানে বিরুদ্ধে এর আগেও চুরির মামলায় ওয়ারেন্ট ছিল। সেই মামলায় তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।