মহসিন আলম মুহিন, বিশেষ প্রতিনিধি
মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া ও দরুদ মহামানব মহানবী হজরত মুহাম্মদ (সঃ) র উপর-
মহান রবের কৃপায় এবং ৫৬ নং খামার গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুল মতিন মাষ্টার সাহেবের প্রচেষ্টায় অত্র বিদ্যালয়ে ধর্মীয়ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ১২ ই রবিউল আওয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন এবং দোয়ার অনুষ্ঠান খুব সুন্দরভাবে সম্পন্ন হলো। শুকরিয়া আল্লাহ পাকের দরবারে।। উক্ত অনুষ্ঠানে, ঈদে মিলাদুন্নবী (সাঃ) এবং বিশ্বমানবতার মুক্তির দূত সাইয়্যেদুল মুরসালিন মক্কার মরুদুলাল দুই জাহানের রহমত হযরত মুহাম্মদ (সাঃ) এর এই দিনে আগমন ও তার উত্তম চরিত্র এবং জীবন আদর্শ নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন খামার গ্রাম বায়তুন নুর জামে মসজিদের খতিব ও পেশইমাম আলহাজ্ব হযরত মাওলানা মোঃ নুরুল আলম আনছারী সাহেব। ইমাম সাহেব উক্ত বিদ্যালয়ের
অবসরপ্রাপ্ত শিক্ষক এবং যে সকল শিক্ষক ও পৃষ্ঠপোষকগণ মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন তাদের রুহের মাগফেরাত এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করেন। পাশাপাশি নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়ার জন্য তাগিদ প্রদান করেন। ছাত্রদের পড়ালেখা, শিষ্টাচার, দায়িত্ব-কর্তব্য ও রাস্তাপারে সতর্কতা মুলক এবং সকল অভিভাবকদের সচেতনতা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান শেষে "মহানবী"- শিরোনামে একখানা কবিতা পাঠ করেন কবি ও লেখক উক্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মহসিন আলম মুহিন। সমাপনী বক্তব্য ও ছাত্রদের বিভিন্ন শিক্ষামুলক উপদেশ সহ অত্র স্কুলের ঈদে মিলাদুন্নবী সাঃ পালনের উপর সুন্দর বক্তব্য রাখেন অত্র প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুল মতিন মাষ্টার সাহেব। উক্ত ঈদে মিলাদুন্নবী (সাঃ) অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরুব্বিগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, এলাকার রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, এলাকার জনসাধারন।।