শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম:
কবিতাঃ কসুর! নিয়ামতপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ভ্যান চালকের মৃত্যু শরিয়ত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা চায় খেলাফত মজলিস- ড. আব্দুল কাদের লুটপাটের অভিযোগ নাকি প্রতিপক্ষকে ফাঁসানোর ছক – ধর্মপাশায় আলোড়ন ধর্মপাশায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প ব্রাক স্বাস্থ্য সেমিনার মোরেলগঞ্জে ইট সোলিং সড়ক মরণফাঁদে পরিণত, ভোগান্তিতে লাখো মানুষ মোরেলগঞ্জে ঝুঁকিপূর্ণ কাঠের পুলে চলাচল শিক্ষার্থীসহ তিন ইউনিয়নের লাখো মানুষ দুর্ভোগে ফেসবুক ইনকামের ধোঁকা: বাস্তবতা বুঝে ফিরে আসুন নিজের জীবনে লালমনিরহাট জেলায় জন্ম আমার বটিয়াঘাটায় ইসলামিক ফাউন্ডেশনের সাবেক সুপারভাইজারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ: তদন্ত ও শাস্তির দাবি শিক্ষক সমাজের

কবর থেকে লাশ তুলে পোড়ানো উল্লাস!

Coder Boss
  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭ Time View

লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

বাংলাদেশের চুয়ান্ন পঞ্চান্ন বছর বয়সে বর্তমান সরকার মিলে প্রায় পনেরো জন সরকার প্রধান ক্ষমতায় এসেছেন। সবার মধ্যে বর্তমান সরকার প্রধান ডঃ ইউনূস সাহেব শিক্ষিত এবং নোবেল বিজয়ী শান্তির জন্য এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ! তিনি জীবনে কখন ও শীত বস্ত্র বিতর করে নাই বা বন্যা ত্রান বিতরণ করে সস্তা হাততালি নেন নাই বরং গরীবের নিজ পায়ে দাড়াতে মাইক্রো ক্রেডিট অর্থনৈতিক ব্যবস্হাপনা করে লক্ষ লক্ষ লোককে নিজ পায়ে দাড়াবার প্রচেষ্টা করেছেন! তিনি দেশের নির্বাহী! যে কোন দেশের সাথে কোন চুক্তি বা ব্যবসা বানিজ্য নতুন রুট খোলা, বা আমদানি রপ্তানি দেশ পছন্দ অপছন্দ তার একার এখতিয়ার যেহেতু কোন পার্লামেন্ট নাই। মন্ত্রী পরিষদ শাসিত সরকারের প্রেসিডেন্ট নামে মাত্র সহি করার মালিক, decision maker নয়! একই ভাবে সেনাপ্রধান রাষ্ট্রের কর্মচারী তিনি যতক্ষণ সামরিক শাসনে না ফিরেন up to the Limit he is not suppose to give any openion to the EXECUTIVE of the state. কাজেই অত্যান্ত মেধাসম্পন্ন প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধান যে সব গুজব হাওয়ায় ভাসে এটা সম্পূর্ণ এক শ্রেনী লোকের মিথ্যা প্রপাগাণ্ডা! তারপর ডঃ ইউনূস
not a mare child who can hand over single inches of Land to any Lord Clive’s like 1757!
কারন তিনি কারো থেকে কম দেশ প্রেমিক হওয়ার কথা না! The people’s of Bangladesh can easy trust him on his patriotism!

প্রিয় পাঠক, রিউমারস তো রিউমারস! এসব নিয়ে বিভ্রান্তি ছড়ানো দুঃখজনক। কিন্তু রাজ বাড়ীর পাগলা নূরার লাশ তুলে আগুনে জ্বালানো ঠেকাতে না পারা সরকারের ব্যর্থতা বলে গন্য করছে বাংলাদেশের জনগন! স্মর্তব্য, দেওয়ানবাগী হুজুর নাকি একসময় বলেছিলেন, “মক্কা পর্যন্ত না যেয়ে তার দেওয়ান বাগে তাওয়াফ করলে একই কর্ম সম্পাদন হবে। ততকালীন সরকার গুলো একধরনের প্রশাসনিক ছিলেন আবার গনতান্ত্রিক ছিলেন! খালেদা জিয়া হাসিনা সবাই তাকে ” ” “পাগল” বলেছেন, তাকে জ্যান্ত জ্বালানোর মত সাহস কারো হয় নাই!
এমন ভাবে হাইকোর্ট মাজারের নূরা পাগলা কে সবাই চিনেন! তাকে ও কোন সরকার ডিসটার্ব করেন নাই! এমন কাজ কি ইসলাম স্বীকৃতি দেয়? মানুষ যদি লাশ তুলে পোড়ায় দেয় তা হলে মানুষের বেহেশতে দোজখের সনদ তো দুনিয়ায় এসে গেছে মুষ্টিমেয় লোকের হাতে, আল্লাহর হাতে বিচার থাকলো কই?

প্রিয় পাঠক, “নূরার নাম ইতো নূরা পাগলা”! পাগলকে কবর থেকে তুলে পোড়ানো কত বড় গোনাহের কাজ, যারা স্বতস্ফুর্ত ভাবে আনন্দ উল্লাসে লাশ পোড়ান তারা কোন ইসলামের লোক! ঐ এলাকায় থানা আছে, রিজার্ভ পুলিশ আছে, সারা বিশ্বে দেশের বর্বরতা প্রমান দিয়ে পুলিশ মিলিটারি বা ট্যাংক বাহিনীর গেলেও কি লাভ?

পবিত্র কুরআনে আল্লাহ কি বলেছেন? Quran does not promote violence and armed warfare !
2. Quran repeatedly condemns of sectarian violence and speak against terrorism !
3. কুরআনে বার বার বলা হয়েছে ” ক্ষমা”! Forgiveness and Restraint and wars not to transgress or become oppressors !
4. If anyone save one live, as if he saved the life of whole creations of Allah ! Quran 5:32.
5. It has been ordered, “Never kill any one, never tell a lie, don’t receive bribe, do not attack any one !
6. Be ware among 73 sects 72 sects of them will go-to HE’LL, and only one group will go to PARADISE !.

উপরে বর্নিত কুরআনের কোন আয়াত আমরা মানলাম? কেউ যদি ” শিরক” করে নিজেকে খোদা দাবী করে, আমাকে ঐ ব্যক্তিকে হত্যা করার জন্য কুরআনে কোথায় বলা হয়েছে? প্রশাসন সব কাজ শেষ হলে ঘটনা স্হলে গেলে জনগনের আইওয়াশ হয় কিন্তু সৃষ্টি কর্তার কাছে জবাব দিহি হয় না?
পাঁচই আগষ্ট ২০২৪ থেকে এমন অনেক ন্যাক্কার জনক ঘটনা ঘটেছে তার কোনটা প্রশাসন সফলতার সাথে হ্যান্ডেল করতে পারেন নাই শুধু গোপালগঞ্জে চারটা লোক হত্যা করে N C P এর নেতাদের জল কামানের “ডেকে” বসায় ঢাকায় ফেরত আনা ছাড়া কোন কৃতকার্যতা চোখে পড়ে না! মানুষ কে একে অন্য জনে বিচার করলে আল্লাহর তো প্রয়োজন দেখি না! আল্লাহ কাকে লাইসেন্স দিয়েছেন দুনিয়ায় ই বিচার সেরে ফেলতে। তোহিদি জনতা, মব জাস্টিসের আইডিওলোজি কোন রাষ্ট্র বিজ্ঞানী বা দার্শনিক থেকে আমদানি করলেন এই বাংলাদেশে? এত সুন্দর চলতে পারতো এ দেশটা, ভুলে যেতো এদেশের মানুষ রাজনীতিবিদদের! সক্রেটিস প্লেটো এরিস্টটল আব্রাহাম লিংকন হবস গার্নার কার কাছ থেকে এই সব আইন হাতে তুলে নেয়া বিষয় আমদানি হলো। কখনও সরকারি আইন কখন ও আল্লাহর আইন!
রোজ গুজব নাটক কেন? কেন সেনাপ্রধান ও প্রধান উপদেষ্টার মধ্যে মত বিরোধ হবে? নির্বাহী যা করবেন তাই রাষ্ট্রের কর্মচারীরা execute করবেন! এটাই রাষ্ট্র বিজ্ঞানের শিক্ষা।

আমরা কি নূরা পাগলা কে ক্ষমা করতে পারলাম! কবর থেকে লাশ তুলে পোড়ানোর দায়িত্ব আল্লাহ কাকে দিয়েছেন!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102