নতুন সময়
ভোর হোক অরুনিমাতে
ডুবে যাক কালো নিমিষে,
শান্তি আসুক শ্রাবণ ধারায়
মন ভরুক ফুলের জলসায়
নৃত্যের ছন্দে মন নাচবে
আকাশ জুড়ে পাখি উড়বে,
দূর হবে বিধ্বংসী ভীতি
হিংসা ভুলে সৃষ্টি প্রীতি
চলো করি আলোকিত প্রাণ
হোক জয় খুশি হোক মন।
পাখী
দুষ্ট মিষ্টি ছোট বড়
নানান রকম পাখি,
মিষ্টি রোদে যতনে খুব
বন্দী করে রাখি।
থাকতেে চাওনা আজ পরাধীন
উড়বে ডানা মেলে,
সন্ধ্যা হলে ফিরবে নীড়ে
উড়েই হেসে খেলে।
পাখীদের জন্য ভালোবাসা
কিচির মিচির ডাকে,
ভোরবেলাতে ঘুম ভাঙিয়ে
দূরে দূরেই থাকে।
অনুভূতি প্রকাশে
জীবন পরাজয় নই ভীতু
বুঝি শুধু তীক্ষ্ণ অনুভূতি
জীবন হলো কাজ বিনাশী পাঠ
চিন্তারা বয়ে যায় ঘুমে কিছু হারায়
সমবেদনা কষ্টে যেন অপ্রয়োজনীয়
হতাশা বৃথা উপভোগ করতে হয়
নিষিদ্ধ কষ্টরা না বললে ই নয়
নিমজ্জিত, তাই না বলা উপকথা
বিষাদে হিংসা নকল তারেই করে
যার মত হতে চায়,?
কষ্ট ভুলে হাসো তাই
জিদ কর তাহলে তো জিতা যায়
ভালো কাজে কজনকে পাওয়া যায়?
মধু পূর্ণিমা
মধু পূর্ণিমা তিথি অতি পুণ্যক্ষণ
ধরণীতে চাঁদের আলো অতি শোভন
এমন পূর্ণিমার দিনে শুভক্ষণে
বৃক্ষ হতে মধুচাক আহরণে
গজ বানর করেছিল বুদ্ধকে মধুদান
ক্ষুদ্র বানর দান দিয়ে আনন্দ মনে
অতি খুশিতে প্রাণ ত্যাগ করে
জন্মিলো স্বর্গতে পুণ্য অর্জনে
আজ সেই শুভক্ষণ পরম সু্ন্দর
সাধুবাদে হয়ে যায় ভুবন মুখর
পুণ্য কাজে মরনে হবে সুগতি
পাপ হতে পাবে নিষ্কৃতি।