লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
বিখ্যাত আইরিশ সাহিত্যিক চিন্তাবিদ স্পষ্ট ভাষি "জর্জ বার্নার্ডশ" বলেছিলেন, "আগামীতে যদি মানুষ সত্যি কোন গতিশীল ধর্মের উপর আস্হা রাখে তা ইসলাম এবং এই ইসলাম একদিন সমগ্র ইউরোপে শান্তি এনে দিবে! শ্রদ্ধেয় সাহিত্যিক বার্নার্ডশ এর কথা ছিলো " আগামীতে ইসলাম ধর্ম যদি "মুহম্মদের" জ্ঞান বিজ্ঞান মত এগিয়ে যায়, মানবতা মানুষ্যত্ব সমুন্নত রেখে বিজ্ঞান নির্ভর অগ্রযাত্রা অব্যাহত রাখে ইউরোপ শান্তির জন্য ইসলাম ধর্ম খুঁজবে !
প্রিয় পাঠক, কোন ইসলামের কথা সাহিত্যিক দার্শনিক বার্নারডস বলেছিলেন! যে ইসলাম "মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কে দেবতা বলায়, যে ইসলাম কবর থেকে লাশ তুলে পোড়ায় দেয়, যে ইসলাম নারী শিক্ষা বিজ্ঞান শিক্ষা হারাম বলে, যে ইসলাম দু'বছরে ৬৫ হাজার গাজার মুসলমান হত্যার বিরুদ্ধে বাংলাদেশে বসে মসজিদে তাদের জন্য দোয়া করতে ভয় শিখায়, যে ইসলাম দাড়ি-টুপির সাইনবোর্ড সর্বস্ব, যে ইসলাম সামনে রেখে রাষ্ট্র ক্ষমতায় চড়ো, সুদ ঘুষ খাও, সম্পদ জমাও, গরীবের হক চুরি করো, মসজিদের ক্যাশ চুরি করো, মায়ের বোনের ভাইয়ের সম্পদ গ্রাস শিখায়, যে ইসলাম ধর্ম শিক্ষা দিয়ে পয়সা নেয়া শিখায়, যে ইসলাম মোমেন না হয়ে মসজিদে দৌড়াতে বলে, যে ইসলাম মিথ্যা বলা সুদ ঘুষ ভুমি দখল ইত্যাদি কে মামুলি গোনাহ মনে করে, আদালতে কুরআন হাতে শপথ নিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে পাশের মসজিদে নামাজ পড়তে ঢুকায়! সে ইসলাম কি নবীর শিখানো ইসলাম!
নবী করীম সঃ যিনি বার্নারডস এর কাছে " মুহম্মদ" নামে পরিচিত, তার ইসলাম তো ছিলো জ্ঞান আহরনের জন্য প্রয়োজনে সূদুর চীনে যাও, মিথ্যা বলবেনা, অকৃতজ্ঞ হবে না, কারো সম্পদ চুরি করবে না, প্রতিবেশী কে খবর নিবে, নবী করীম সঃ নারীদের মসজিদে যেতে বলতেন, কাপড়ের অভাব থাকলে প্রতিবেশীর কাছ থেকে সাময়িক চেয়ে নিয়ে মসজিদে যাও। যুদ্ধ ক্ষেত্রে নারীরা যুদ্ধ করেছেন, নারীর বিচার করতে যেয়ে মুখ আটকাতে বলেন নাই, তিনি এতই জ্ঞানী ছিলেন যে তিনি বুঝতেন, "মানুষ চোখ দিয়ে দেখে না, মন দিয়ে দেখে, তাই চার পাল্লা বোরকা পেঁচাতে বলেন নাই, হিজাব নেকাব, হাতের দস্তানা এখনকার মত বিলাসী পর্দা তখন বলেন নাই! মায়ের খোঁজ নিও না, মরলে প্রতিবেশী ডেকে বিরানি খাওয়ায় লোক দেখানো অনুষ্ঠান করতে বলেন নাই, দেনা নিয়ে মৃত্যু হলে তার জানাজা করেন নাই!
আজ যে ইসলাম চলছে সে ইসলাম দিয়ে কি ইউরোপে ইসলামি কতৃত্ত প্রতিষ্ঠা করা যাবে! ইউরোপ ইসলাম গ্রহন করবে নাকি বর্জন করে? সারা বিশ্বে ছিঃ ছিঃ রব উঠছে বাংলাদেশের লাশ পোড়ানো নিয়ে, মানবতার লেশ মাত্র নেই! আদালতে আইনজীবী মার খাচ্ছে, গ্রেফতার করার জন্য নির্দিষ্ট নিয়ম কানুন নাই!
জাপানের শক্তি শালী পত্রিকা "জাপান টাইমস" বলেছে, "বাংলাদেশ এখন দক্ষিন এশিয়ার একটা "টাইম বোম" যা পাকিস্তান আদলে রিফর্ম হচ্ছে"!
অথচ বাংলাদেশে সাড়ে চার লাখের মত মসজিদ, প্রায় ৫০ হাজারের মত কওমি মাদ্রাসা, প্রায় সাড়ে বারো লাখ ছাত্র ইসলামি শিক্ষা নিয়ে বের হয়, সে দেশের তো অগ্রণী ভুমিকা থাকা উচিত ছিলো এমন উদাহরণ সৃষ্টি করা যা দেখে সারা বিশ্ব ইসলামের দিকে ধাবিত হয়! অথচ বিশ্ব মনে করে বাংলাদেশ "দক্ষিণ এশিয়ার টাইম বোম"! বার্নারডস বেঁচে থাকলে কি তার ভবিষ্যৎ বানী ফিরিয়ে নিতেন?
দ্বিতীয় পর্বে বার্নারডস শেষ।