মোস্তাকিম বিল্লাহ, নীলফামারী জেলা প্রতিনিধি
মানব পাচারের মূল হোতা কোটি টাকার কুবের আসাদুজ্জামান ওরফে আসাদ গ্রেপ্তার।। নীলফামারী জেলার ডিমলা উপজেলার দক্ষিন তিতপাড়া গ্রামের মাঈনুদ্দিনের ছেলে আসাদুজ্জামান আসাদ, তার ছোট ভাই নুরুল ইসলাম ও তার সহোযোগীদের (ধন কুবের) মানব পাচারকারী হাজীরবাগ ঢাকায় rab-2 হাতে গ্রেপ্তার।মাদারীপুর, কুমিল্লা,সহ বিভিন্ন জেলার শতাধিক পরিবারের কাছ থেকে ইতালির স্বপ্ন দেখে কোটি কোটি টাকা হাতি নিয়ে সর্বশান্ত করেছে।স্হানীয় সূত্রে জানা যায় অল্প কযেক বছরের মধ্যে কোটি কোটি টাকার মালিক হয়ে ডিমলা উপজেলা সহ ঢাকায় দুইটি বাড়ি সহ ব্যাংক ব্যালেন্স গাড়ী বাড়ি শত কোটি টাকার মালিক হয়েছে।ইতালির স্বপ্ন দেখে কোটি টাকা হাতিয়ে নিয়ে পরিবার গুলোকে পথে বসিয়েছে,,র্্যাপ-২ এর হাতে গ্রেফতারের পর জিগাস্যাবাদে স্বীকারোক্তিতে তিনি মানব পাচারের বিষয়টি স্বীকারোক্তি দেন।