সানজিদা রুমা নরসিংদী:
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নরসিংদীতে জেলা মহিলা দলের উদ্যোগে দোয়া মাহফিল ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার নরসিংদী জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি উম্মে সালমা মায়া এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সালমা আক্তার স্বপ্না আহমেদ এর সঞ্চালনায় আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবির খোকন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো: মনজুর এলাহী। এছাড়া উপস্থিত হওয়ার কথা ছিলো বিএনপি’র স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা। এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা,উপজেলা এবং ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, আজ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ১৯৭৮ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে লক্ষে এই সংগঠন গঠন করেছেন আমাদের সে লক্ষে এগিয়ে যেতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের এই স্বাধীনতা আমার রক্ষা করতে হবে। এছাড়া দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে আমাদেরকে ঐক্যবন্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে৷ কেক কাটা ও আনন্দ র্যালি অনুষ্ঠিত এবং দেশের শান্তি কামনায় ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা, বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।