মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে “স্ক্যাবিস আউটব্রেক ও চিকিৎসা” শীর্ষক একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। বুধবার দুপুর ১২ টায় স্বাস্থ্য কমপ্লেক্সে হল রুমে শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইকবাল হোসাইন। এতে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন।
ওয়ার্কশপে বক্তারা জানান, স্ক্যাবিস একটি অত্যন্ত ছোঁয়াচে চর্মরোগ। এতে ত্বকে প্রচণ্ড চুলকানি, লাল দানা এবং অস্বস্তি দেখা দেয়। রোগটি সহজেই এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির শরীরে ছড়িয়ে পড়ে। এজন্য আক্রান্ত হলে দেরি না করে দ্রুত চিকিৎসা গ্রহণ করা জরুরি।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, স্ক্যাবিস প্রতিরোধে নিয়মিত ওষুধ সেবন ও সঠিকভাবে ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আক্রান্ত রোগীর পোশাক, বিছানার চাদর, বালিশের কভার ইত্যাদি ভালোভাবে ধুয়ে পরিষ্কার রাখা উচিত। এছাড়া পরিবারের সব সদস্যকে একসাথে চিকিৎসা নিলে রোগ দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং পুনরায় ছড়ানোর ঝুঁকি থাকে না।