সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত ''গনমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন'' বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর ২০২৫ ইং বেলা ১০টায় সুনামগঞ্জ সার্কিট হাউজ কনফারেন্স রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপ্রতি এ কে এম আব্দুল হাকিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা
পুলিশ সুপার তোফায়েল আহমেদ,বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোঃ আব্দুস সবুর। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল, সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উপ পরিচালকের প্রতিনিধি মোঃ আব্দুল হাই। সার্বিক উপস্থাপনায় ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সুপারিনটেন্ড সাকাওয়াত হোসেন প্রমুখ। এছাড়াও সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ উকিলপাড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ, দৈনিক সুনামগঞ্জ খবরের সম্পাদক প্রকাশক পংকজ কান্তি দে, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, মানবকন্ঠের জেলা প্রতিনিধি শাহজাহান চোধুরী, প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক খলিলুর রহমান, এনটিভির জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস উদ্দিন, বাসসের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, দৈনিক আমার দেশের জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, ৭১টিভির জেলা প্রতিনিধি শহীদনুর আহমেদ, সাংবাদিক মিজানুর রহমান মিজান, সুনামগঞ্জ উকিল পাড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুম হেলাল,সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি একে মিলন আহমেদ।
বক্তরা বলেন বর্তমান প্রেক্ষাপটে অপসাংবাদিকতার কারনে মুলধারার সাংবাদিকতা দিন দিন হারিয়ে যাচ্ছে? বর্তমান প্রেক্ষাপটে লক্ষ করে দেখা যায় যে কেউ ফেইসবুকের মাধ্যমে সংবাদ প্রকাশ করে যাচ্ছেন যা মুল ধারার সাংবাদিকতার উপর বিশাল একটি প্রভাব পড়ছে। বক্তব্যরা আরও বলেন এসব অপ-সাংবাদিকতা থেকে সাংবাদিক সমাজকে
পরিত্রাণ পেতে হলে সাংবাদিকদের ঐক্যের প্রয়োজন রয়েছে। বক্তব্যরা সুনামগঞ্জ জেলার সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সকল গণমাধ্যম কর্মীদের সবাইকে সচেতনতামূলক ভাবে গণমাধ্যম কর্মীদের গ্রপিং কোন্দল ভেঙে একসাথে একই প্লাটফর্মে আসার আহ্বান জানান। বক্তব্যে জেলা পুলিশ সুপার বলেন, সুনামগঞ্জ জেলায় একই থানায় ৫টা ৬টা প্রেসক্লাব থাকায় জেলা প্রশাসনসহ পুলিশ প্রশাসনকে বিভ্রান্তকর পরিবেশে পরতে হয় তা তুলে ধরেন তিনি সুনামগঞ্জ জেলার সাংবাদিকদের ঐকবদ্ধ হওয়ার জন্য বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান। পরিশেষে সাংবাদিকদের উপর জেল জড়িমানা মামলা হামলা কাম্য নয় বলেও জানান বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান। উক্ত কর্মশালায় সুনামগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক কর্মরত ৫০ জন গণমাধ্যম কর্মী এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহন করেন। কর্মশালা শেষে অতিথিরা প্রশিক্ষণ প্রাপ্ত গণমাধ্যম কর্মীদের হাতে সার্টিফিকেট তুলে দেন অতিথিরা।