কলমেঃ ফিরোজা খাতুন
উৎস জীবন-স্রোতের অভিমুখ ,
কবে যে হল বিদ্বেষী-পলিতে পরিপূর্ণ---
সাজানো উপত্যকা, অধিকৃত,
যত্নের চাঁদ উদাসী।
অনন্ত রূপকথার পরিকল্পনারা স্তিমিত
নিঃশ্বাসের হাপর ছুঁয়ে যায় পাঁজর,
লোল চর্ম ঝোলে যেন ছেঁড়া সামিয়ানা।
অভিনয় আর দাঁড়াতে পারে না
সংলাপে জমা কফ, বুকে শৈত্য জরা,
কালের "কাল" হাত নাড়ে ,এবার শুধু ছিন্ন হওয়ার পালা।