মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা হাতীবান্ধা
লালমনিরহাট, বাংলাদেশ।
তাল পেকেছে তাল গাছে,
ভরা ভাদ্র মাসে।
ঘরে ঘরে ভাদ্র মাসে,
তালের ঘ্রাণ আসে।
তাল পেকেছে তাল গাছে,
ভরা ভাদ্র মাসে।
খোকা খুকু তাই তো তারা,
মিষ্টি মধুর হাসে।
ভাদ্র মাসে তালের পিঠা,
দারুন স্বাদ লাগে।
পাকা তালের মিষ্টি পিঠা,
স্বপ্ন ভরা জাগে।
তাল পেকেছে তাল গাছে,
থোকা থোকা তাল।
চালের কুড়ো তালের রসে,
লাগে বড়ো ভাল।
গায়ে গায়ে শরৎ কালে
তালের পিঠার ধুম।
মায়ের হাতে তালের পিঠা,
খেতে লাগে মজা খুব।