ফিরোজ শাহীন আলাল
স্মৃতির আকাশে মেঘের ছুটোছুটি
শ্রাবণের বৃষ্টির মতো অঝোরে ঝরে
প্লাবিত মনের মুকুরে থৈ থৈ জল
আরষ্ট আবীরে ক্লান্তিতে সারাক্ষন অনুরণন!
সমুদ্রের গাঙচিল সাদা আবীরে সারাক্ষন তপস্যা
স্মৃতির কফিনে পেরেক ঠুকে সমাহিত সমর্পণ
স্বপ্নের নিশীথে দোদুল্যমান মন!
স্মৃতির পঙ্ক্তি বুনন ইথারে অনুরণন সারাক্ষণ
ভূমিষ্ট অনুভূতিতে কলমের জঠরে অঙ্কুরোদ্গম
শ্রাবণের মেঘের বর্ষণে কবিতার মিছিল
তন্দ্রা বিলাসী মনবাগিচায় বুলবুলি স্মৃতির কফিন
স্মৃতিরবহতা নদীর মতন খরস্রোতা নীরবধী
নিহত না করা পর্যন্ত ছোবলে বিষাক্ত দংশন----!