মোঃ মাহফুজুর রহমান, খুলনা:
খুলনার করিমুন্নেছা মডেল স্কুলের সহকারি শিক্ষক এবং বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির প্রতিষ্ঠাতা- পরিচালক ধনঞ্জয় রায় তিনি কচি কাঁচাদের মানোন্নয়নে বিভিন্ন ভাবে চিন্তা চেতনায় তাঁর অবদান অনন্য। শিশুদের নিয়ে কাজ করে আসছেন দীর্ঘ দিন। করিমুন্নেছা মডেল স্কুলের সকল ক্লাসের শিশুদের নিয়ে চিন্তা চেতনার কোনো অংশে কম নয়। স্কুলের সম্মানিত পরিচালক মোঃ শিবলী সাদিক স্যারের দৃঢ় প্রেরণা ও তাঁর সুনির্দিষ্ট লক্ষ্যের সাথে সামিল হয়ে শিশুদের সহিত খোলামেলা আলোচনা ও উৎসাহ দিয়ে আরও সামনের দিকে অগ্রসর হওয়া যায় তার দিকনির্দেশনা দিয়ে থাকেন। মোবাইল ফোন না দেখলে খেলার বল দেওয়া হবে কথা ছিলো প্লে শিক্ষার্থীদের। মোবাইল ফোন না দেখার কথা শুনে ধনঞ্জয় স্যার আরও খুশি হন। সার্বিক বিচার বিবেচনা ও অভিভাবকদের সাথে মত বিনিময়ে তিনি সিদ্ধান্ত নেন তারা যখন মোবাইল দেখছে না তখন বল উপহার দেওয়া যাবে। শিশু শ্রেণির বালক শিক্ষার্থীদের ফুটবল উপহার দেন ১১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে। ক্লাসে উপস্থিত ছাত্র দের কয়েকজনকে ডেকে নিজ অর্থ ব্যয়ে বল উপহার দেন। এ সময়ে উপস্থিত ছাত্রী দের উদ্দেশ্য করে আরও বলেন তোমাদের জন্য তিন সেট লুডু ও স্কিপিং দেওয়া হবে।
এমন উপহারের কথা শোনামাত্র ক্লাসের সকলে আনন্দে মেতে ওঠে। সকল শিশুরা সুষ্ঠু পরিবেশ ও বিনোদনে ভরপুর হয়ে জাগ্রত হোক এই প্রত্যাশা কামনা করেন ধনঞ্জয় স্যার। পড়ালেখার পাশাপাশি বিনোদন, খেলাধুলা ও জরুরি। মোবাইল থেকে দূর করার একটি প্রয়াস। সকল শিশুর প্রতি গভীর ভালোবাসা এ যেন এক দৃষ্টান্ত। স্কুলে সকল শিক্ষক ও পরিচালক স্যার খুবই খুশি তাঁর কাজের প্রতি।