প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৫, ১:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৫, ১:৩০ পি.এম
মোরেলগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি:
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলেরবাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হয়েছে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন করা হয়। পরে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোরেলগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি শাহীন ফেরদৌসী হ্যাপি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন,বিএনপি নেতা মতিউর রহমান বাচ্চু,ফারুক হোসেন সামাদ,প্রভাষক ফকির রাসেল আল ইসলাম,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন টুলু,শ্রমিকদল নেতা হারুনর রশীদ,ও মজনু মোল্লা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা দলের সাধারন সম্পাদক নাসরিন নাহার শিল্পী।বক্তারা বলেন,
"মহিলা দল প্রতিষ্ঠার পর থেকেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও নারীর অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মহিলা দলের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ।"
আলোচনা শেষে জাতির শান্তি, দেশের কল্যাণ ও দলের সাফল্য কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টা: ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ। প্রধান সম্পাদক: শাহিদা আক্তার তন্নি। সম্পাদক ও প্রকাশক আহমেদ হোসাইন ছানু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। অফিস: মতিঝিল ঢাকা-১০০০ 01715-907221 ইমেইল:ajkaleralo@gmail.com