কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
হলো না তোমার সাথে আমার ঘরবাঁধা
মনটাকে বুঝাই কত, দোষ তার বলে রাধা রাধা!
যতোই বলি তার প্রণয় ছিলো আমার থেকে আধা
ভালোবেসে তাকে লাভ হলো, সারা যামিনী তাকে ভেবে কাঁদা!
ইচ্ছে ছিলো বাবুই পাখির মত বুনবো দু'জন ঘর
যতদিন আছি ভবে, ঝড়বাদলে, কেউ হবোনা পর!
দিয়ে ছিলাম অভয়, পেয়ো না ভয়, আমি পাশে আছি
তোমার জীবন মরণে সবসময়ই দু'জন কাছাকাছি !
একজন নারী তো আশ্রয় চায়, চায় জীবন নিশ্চয়তা, অভয়
বুকে আগলে রাখতে চেয়েছি আজীবন, কেন পেলে ভয়?
নদীর পাড়ে হেঁটেছি বালুকা রাশিতে, আকাশের নিচে বসেছি
ফুসকার দোকান, মিরপুর লেক, রমনা বটমূল সব চষেছি!
আন্তরিকতা নিয়ে খেয়াল রেখেছি, ঘর বদ্ধ রাখিনি, সম্মানের সাথে পরিচিতি দিয়েছি
সমুদ্র সৈকতে কতবার সূর্য ডোবা দু'জনে এক সাথে দেখেছি !
কত দামি শাড়ী, ম্যাচিং ব্লাউজ আদর ছিলো অঢেল
জুই ফুলের মালা, চুল ভালো রাখতে ঘানি ভাঙা তেল,
কেন নিজেকে একা ভাবলে, নাকি জীবনে এলো নতুন কেউ
একবারে ভাবলে না শিশুর মত আবেগী লোকটার বুকে উঠবে কষ্টের ঢেউ?
কত নিশি হয়েছে ভোর, বলেছো আমায় দুষ্ট অসুর
চলে গেলে, কারো হাত ধরে? বলে গেলে না আমার কসুর !