নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ৬ নং রানীগঞ্জ ইউনিয়নের বালিশ্রী গ্রামে, ইউকে প্রবাসী আমিরুন নেছা খাতুনের অর্থায়নে, সিডস অফ সাদাকাহর ব্যবস্থাপনায়, ওয়ামীর সার্বিক তত্ত্বাবধানে নির্মিত দৃষ্টিনন্দন মসজিদের উদ্বোধন করা হয়েছে। ১২ সেপ্টেম্বর শুক্রবার জুম্মার নামাজের পর বেলুন উড়িয়ে মসজিদটির উদ্বোধন করেন, বিশিষ্ট সংগঠক ও সমাজসেবী, কান্ট্রি ডিরেক্টর ওয়ামি ডা রেদওয়ানুর রহমান,
বালিশ্রী গ্রামের মসজিদ কুশিয়ারা নদী ভাঙ্গনের কবলে পড়লে সিডস অফ সাদকাহ ইউকের ব্যবস্থাপনায় মসজিদ আল ফালাহ নামে বালিশ্রী গ্রামে মসজিদটি নির্মিত করা হয়।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রুহেল আহমদ, প্রেসিডেন্ট, সিডস অফ সাদাকাহ ইউকে, মাওলানা মাহমুদুর রহমান দেলোয়ার, সহ সাধারণ সম্পাদক, মাজলিসুল মোফাচ্ছিরিন, মাওলানা লুৎফুর রহমান, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জগন্নাথপুর উপজেলা শাখা,আতিকুর রহমান, ইঞ্জিনিয়ার ওয়ামি, সাফওয়ানুর রহমান,মোস্তাগিছুর রহমান, আব্দুল্লাহ আল মামুন,
কর্মকর্তা ওয়ামী, বিশিষ্ট ব্যবসায়ী মু: জামাল উদ্দিন বেলাল, হাফিজ আব্দুল মুক্তাদের খালেদ, শাহজাহান মিয়া, শাহিনুর রহমান,সাকিব আহমদসহ এলাকার ধর্মপ্রান মুসল্লিগন।