মোঃ রফিকুল ইসলাম টিটু, ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় ব্রাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। গত ১১/৯/২০২৫ইং রোজ বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিন তালার হল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
প্রধান অতিথি
প্রধান অতিথি
ডা.সুবীর সরকার, UH&FPO,UHC,Dharmapasha
বিশেষ অতিথিবৃন্দ
মানবেন্দ্র দাস
উপজেলা শিক্ষা অফিসার, ধর্মপাশা
মো.লিয়াকত আলী
স্টেশন অফিসার ফায়ার সার্ভিস,ধর্মপাশা
মো.আব্দুল মালেক
প্রধান শিক্ষক, জনতা উচ্চ বিদ্যালয়
ব্র্যাকের পক্ষ থেকে আয়োজকবৃন্দ
দিপ্র রায় দিপ্ত
অফিসার, সিসিএইচ,বিএইচপি
মো.আবুল কাশেম
ব্রাঞ্চ ম্যানেজার,ব্র্যাক এরিয়া অফিস,ধর্মপাশা
মো.ফিরোজ শাহী
শাখা হিসাব রক্ষন কর্মকতা,ধর্মপাশা
অনন্দিতা বিশ্বাস
আইডিও,আইডিপি,ধর্মপাশা
শফিকুল ইসলাম
পিএ,ম্যালেরিয়া ধর্মপাশা।বক্তারা বলেন, যে কোন দুর্যোগে আমরা জনগণের সাথে থেকে স্বাস্থ্য সেবা প্রদান করে যাব। আরো বলেন ধর্মপাশা উপজেলা একটা হাওর বেস্টিত উপজেলা, এ উপজেলায় একাধিক হাওর থাকায় বর্ষাকালে নৌকা ডুবে অনেক লোক মারা যায়। প্রাথমিক শিক্ষা অফিসার মানবেন্দ্র দাশ বলেন আমরা বন্যা কবলিত এলাকার জনগণের জন্য বিদ্যালয়গুলোতে আশ্রয় কেন্দ্র হিসেবে জনগণের নিরাপত্তার ব্যবস্তা করে থাকি।সেমিনারে বক্তারা বলেন, আমরা দুর্যোগপূর্ণ এলাকায় সব সময় আপনাদেরকে নিয়ে একত্রে কাজ করতে চাই। আমরা সবাই কাঁদে কাঁদ মিলিয়ে আমাদের আশেপাশে যে কোন দুর্যোগ মোকাবেলা করব।