নরসিংদী প্রতিনিধি:
১২ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে নরসিংদী সাংবাদিক ফোরামের (এনএসএফ) মাসিক সভা শিবপুর উপজেলার ইটাখোলাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মোঃ মাসুদুল হক ভুঁইয়া, সভা সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক এড.মোস্তফা কামাল সভায় উপস্থিত ছিলেন সহ সভাপতি নাছিম আহমেদ ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুর রব,মহিলা বিষয়ক সম্পাদক সাহিদা আক্তার, তথ্য ও প্রচার সম্পাদক মোঃ তৈয়বুর রহমান ভুঁইয়া, দপ্তর সম্পাদক গাজী নাদিরুজ্জামান, এবং অন্যান্য সদস্য বৃন্দ।
সভায় সভাপতি বলেন,সকল সংবাদ কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে,একে অপরের বিপদে আপদে এগিয়ে যেতে হবে, তিনি আরো বলেন কোন রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করলে কখনো বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশন সম্ভব নয়, সাংবাদিকদের হতে হবে নিরপেক্ষ। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১১ অক্টোবর গ্রীষ্মকালীন বনভোজন এর সিদ্ধান্ত গৃহীত হয়।