শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০২:২৭ অপরাহ্ন

ফারজানার স্বপ্নপূরণে পাশে মধ্যনগর উপজেলা প্রেসক্লাব

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৪ Time View

 

সুনামগঞ্জ প্রতিনিধি:

দারিদ্র্যের কষাঘাতে পথচলা হলেও স্বপ্ন থেমে নেই ফারজানা আক্তার আঁখির। মহিষখোলা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এই কৃতি শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জন করে সবাইকে চমকে দিয়েছে। তার লক্ষ্য একদিন ডাক্তার হয়ে মানবতার কল্যাণে গরিব-দুঃখী মানুষের সেবা করা।

ফারজানার বাবা জামাল মিয়া পেশায় দিনমজুর। কঠিন দারিদ্র্যের মধ্যে থেকেও মেয়ের স্বপ্নকে বুকে লালন করে যাচ্ছেন তিনি। জামাল মিয়া বলেন, শিক্ষার প্রতি আমার মেয়ের আগ্রহ ও কঠোর পরিশ্রমের ফলেই আজ মহিষখোলা উচ্চ বিদ্যালয়ে সেরা রেজাল্ট করেছে। আমি গরিব হলেও মেয়ের সাফল্যে সকল দুঃখ-কষ্ট ভুলে যাই।

তার এই অদম্য মেধা ও ইচ্ছাশক্তিকে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছে মধ্যনগর উপজেলা প্রেসক্লাব। সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ফারজানাকে নগদ অর্থসহ উপহার প্রদান করা হয়। প্রেসক্লাবের নেতৃবৃন্দ জানান, ফারজানার পড়ালেখার দায়িত্ব তারা গ্রহণ করেছেন।

মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিজবাহ বলেন, ফারজানার মতো মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করতে পারা আমাদের জন্য গর্বের বিষয়। তার স্বপ্ন পূরণ হলে একদিন সমাজ ও মানবতার কল্যাণে বড় ভূমিকা রাখবে।

উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের ছাতারগড় গ্রামের এই মেধাবী কন্যার স্বপ্ন পূরণে শুধু মধ্যনগর নয়, গোটা সুনামগঞ্জ জুড়েই শুভকামনার বার্তা বইছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102