শেখ সাইফুল ইসলাম কবির
যারা এখনো ভাবছেন, “ফেসবুকে ছবি, ভিডিও কিংবা টেক্সট পোস্ট করেই মোটা অঙ্কের টাকা কামানো সম্ভব”—তারা আজও এক বড় ভুলের ঘরে বসবাস করছেন।
সত্যিকার অর্থে, ফেসবুক একটি সামাজিক যোগাযোগ মাধ্যম—কর্মজীবনের বিকল্প নয়। এটিকে আয়ের প্রধান উৎস ভাবা একধরনের অলীক কল্পনা, যা আজকের সমাজে এক ভয়ানক ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে।
একটি নোংরা প্রতিযোগিতা
আজকাল সবাই যেন এক অদ্ভুত দৌড়ে নেমেছেন—কে কত দ্রুত ফেসবুকে ভাইরাল হয়ে ইনকাম করবে! অথচ বাস্তবতা হলো, হাতেগোনা কয়েকটি বড় আইডি বা পেজ ছাড়া, এই মাধ্যমে নির্ভরযোগ্যভাবে আয় করা সম্ভব নয়।
আর এই ভ্রান্ত আশায় পড়ে আমরা নিজেরাই নিজেদের সম্মান, সময়, মনুষ্যত্ব সব হারিয়ে ফেলছি।
আচরণের পরিবর্তন, আত্মসম্মান কোথায়?
একসময় আপনি ছিলেন সেই মানুষ, যিনি সপ্তাহে একটি ছবিও ফেসবুকে দিতেন না। কিন্তু এখন? ভিডিও, ছবি, স্ট্যাটাস—সবকিছুতেই অতিরিক্ত ব্যস্ততা। যেন আপনি নিজেকে জোর করেই সোশ্যাল মিডিয়ার দাস বানিয়ে ফেলেছেন।
এই অযথা প্রচেষ্টার চাপে আপনি হারিয়ে ফেলছেন—
পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ,
নিজের আসল কর্মজীবনের প্রতি মনোযোগ,
এমনকি এবাদতের ফুরসতও!
পর্যাপ্ত ঘুম নেই, মানসিক শান্তি নেই, বরং দিন দিন আরও বিষণ্ণ, ক্লান্ত, আত্মসম্মানহীন হয়ে পড়ছেন।
বেহায়াপনা নয়, বাস্তবতায় ফিরে আসুন
এভাবে চললে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করছি। যারা একসময় আত্মসম্মান নিয়ে জীবন যাপন করতেন, তারাই আজ ফেসবুকের "লাইক", "কমেন্ট" আর "ভিউ"–এর জন্য বেহায়ার মতো আচরণ করছেন। এটা কি আমাদের মানায়?
না। আপনার, আমার মতো মানুষের উচিত—নিজের মূল কর্মে মনোনিবেশ করা। যে কাজ আমাদের ভবিষ্যৎ গড়বে, জীবনের স্থায়ী সমাধান দিবে।
উন্নত বিশ্ব আমাদের কী শেখাচ্ছে?
উন্নত দেশগুলোর দিকে তাকান। তারা ফেসবুককে সময় কাটানোর এক মাধ্যম মাত্র মনে করে। তারা জীবনের মূল ফোকাস রাখে—শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, ব্যবসা এবং দক্ষতা বৃদ্ধিতে।
এই কারণেই তারা বড় বড় বিজ্ঞানী হয়, সফল উদ্যোক্তা হয়, বিশ্ব পরিবর্তনের কারিগর হয়।
আমরা কী করছি?
আমরা দিনের পর দিন নিজেদের মূল্যবান সময় ফেসবুকে অপচয় করছি। কর্ম, ধর্ম, পরিবার—সবকিছু থেকে আমরা দূরে সরে যাচ্ছি, শুধুমাত্র এক অলীক স্বপ্নের পেছনে ছুটে।
এটা বন্ধ করা এখনই জরুরি।
ফিরে আসুন নিজের জীবনে
সময় এখন সচেতন হওয়ার। ফেসবুক ইনকামের ফাঁদ থেকে বেরিয়ে আসুন। নিজের কাজকে মূল্য দিন, ধর্মকে গুরুত্ব দিন, পরিবারকে সময় দিন।
আপনার প্রতিটি মুহূর্ত হোক গঠনমূলক, আপনার প্রত্যেকটি প্রচেষ্টা হোক উন্নতির সোপান। ইন শা আল্লাহ, আপনি সফল হবেন, দুনিয়াতে শান্তি ও আখিরাতে নাজাত—দু'টোই অর্জন করবেন।
---
শেষ কথা:
> “কর্মই শ্রেষ্ঠ ইবাদত, আর আত্মসম্মানই মানুষের আসল পরিচয়।”
ইন শা আল্লাহ...
শেখ সাইফুল ইসলাম কবির চেয়ারম্যান জাতীয় মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রিয় কমিটি ঢাকা।