মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি
লোহাগাড়া আধুনগর সুফি মিয়াজী পাড়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে পবিত্র সীরাতুন্নবী (স:) উদযাপন উপলক্ষে তামাদ্দুনিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতের ইসলামীর মনোনীত- চট্রগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া ) আসনের প্রার্থী ,সাবেক সংসদ সদস্য মজলুম জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রবীন আলেমেদ্বীন আলহাজ্ব মাওলানা কাজী মুহাম্মদ নাছির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও মানবিক চিকিৎসা আলহাজ্ব ডা.মাহমুদুর রহমান।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন- নাগরিকদের নাগরিক দায়িত্ব হিসেবে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বন্ধু রাষ্ট্রের নামে যারা এই দেশের উপর দিল্লীর অপশাসন কায়েম করতে চেয়েছিল তাদের চোখে চোখ রেখে কথা বলতে হবে। বিশেষ অতিথি ডাঃ মাহমুদুর রহমান বলেন, আমাদের সবাইকে বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর নীতি- আর্দশ অনুসরণ করে জীবন যাপন করতে হবে, তবেই সমাজ ও রাষ্ট্রে শাস্তি শৃংখলা বজায় থাকবে।