কত মনের মানুষ দেখি
তাহার মত নয়,
গুণের কত মানুষ খুঁজি
তাহার মতো নয়।
সময়নিষ্ঠ যত মানব দেখি
তাহার মত নয়,
পরিশ্রমী মানুষ খুঁজি
তাহার মত নয়।
মানবের ভিড়ে মানবিক সে
চিত্র শিল্পী মিলন বিশ্বাস যে।
বরিশালে জন্ম তার
খুলনাতে বর্তমান।
অদম্য মনোবলে
পিতামাতার আশীষ নিয়ে
যাত্রা শুরু রংতুলিতে
শিল্প সাধনায় মগ্ন যিনি,
সহস্র শিক্ষার্থী গড়েছেন তিনি।
বেজায় সম্মান নিয়ে আজি
সমাজের উন্নয়নে নজরদারি।
কবিতার ভাষায় অনেক কথা
লিখেছেন তিনি
গানের ভাষা লিখে তিনি
হয়েছেন আলোকিত,
গ্রাম গঞ্জে সর্বত্র ধন্য
বিচিত্র সব এমনি করে
সুখ্যাতিতে সমাদৃত।
গুণ বিচারে তিনি এখন
খুলনাতে অনন্য।