কলমে: শামসুন্নাহার সুমা
বাদপড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক
গুনছে দিন আর কাটাচ্ছে সময় শুধু আশায় আশায়
আজ না হয় কাল হবে হয়ত জাতীয়করণ
তাদের সকল আশা যেন হবে পূরণ।
শিক্ষক হয়ে নামে শিক্ষক সকলে আজও
পাইনি তাঁদের পদমর্যাদা কারো ও
অবহেলিত জীবন যাপন সবজায়গায় তাঁদের
বিনা অর্থে শ্রম দিচ্ছে এতটা বছর ধরে।
কেউবা আশায় আশায় বুক বেঁধে গিয়েছে অবসরে
কেউবা দিন গুনে গুনে হতাশায় গিয়েছে পরপারে
তবুও কি নেই এখনো এসব শিক্ষকের বৈষম্যের অবসান
ছাত্র- ছাত্রী,শিক্ষকদের শত কষ্টের প্রতিদান।
অন্তবর্তীকালীন সরকারের কাছে দাবী সকলের
যদি করে দেন সার্বজনীন প্রাথমিক শিক্ষা
জাতীয়করণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
তবে সরকারের নাম শিক্ষকদের মণি কোঠায়
আজীবন লেখা থাকবে স্বর্ণাক্ষরে।