বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর ১১ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলার মাধ্যমিক পর্যায়ে স্কুল ও মাদ্রাসা ছাত্র-ছাত্রীদের উপস্থিত বক্তব্য প্রতিযোগিতা ২০২৫ খ্রিঃ সম্পন্ন হয়েছে।
১৩ সেপ্টেম্বর শনিবার
উপজেলার হলিচাইল্ড কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিস একাডেমিক সুপারভাইজার জনাব অরুপ কুমার রায় প্রতিযোগিতার উদ্ভোদন করেন।
স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর সাংগঠনিক সম্পাদক জিকরুল আলম এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন শরিফ থেকে তিলাওয়াত করেন রুমন আহমদ ভূঁইয়া এবং পবিত্র গীতা পাঠ করেন অন্মেষা রানী পাল।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর সভাপতি মাওলানা হুমায়ূন কবির।
বক্তব্য রাখেন স্বরুপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক মো: আনোয়ার হোসেন,জগন্নাথপুর উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: রুহুল আমিন,টিয়ারগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেন।
আরও বক্তব্য রাখেন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর প্রতিষ্ঠাতা সদস্য মাছুম মিয়া, সহ-সভাপতি আমিনুর রহমান হিমেল, স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর সাধারণ সম্পাদক আলী হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর আবুল কালাম আজাদ, তারেক মাহমুদ জয়,রাহিম আফ্রিদি,আবু হানিফা,মামুন,সানি,আল আমিন,আশিক।
এতে জগন্নাথপুর উপজেলার শীর্ষ ১১ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী অন্মেশা রানী পাল, ২য় স্থান অর্জন করেন সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ইশিতা দাশ রাখী,৩য় স্থান অর্জন করেন মিরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদা আক্তার।
বিশেষ সম্মাননায় আরও দুজনকে সম্মানিত করা হয় তারা হলেন স্বরুপচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মির্জা সাইম হাসান ও মিরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী পূজা পাল।
এ ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল, মাদ্রাসার সম্মানিত শিক্ষক ও অভিভাবক বৃন্দ।