চিত্রশিল্পী মিলন বিশ্বাস
খুলনা মিউজিক ক্লাব আজ,
২৩ বছরে দীপ্ত সাজ।
সংস্কৃতিক অনুষ্ঠান করবে।
গুণীজনদের মিলন হবে।
উমেশচন্দ্র পাঠাগারে,
হলরুম ভরে সুরের ধ্বনিতে।
আর্ট একাডেমির শিক্ষার্থীরা,
গাইবে দলীয় সংগীত প্রাণভরে।
সুরে গানে রাম প্রসাদ রায়,
শিশুদের সাথে কাটান সময়।
গীতিকার, ডাক্তার, সংগঠক মহীয়ান,
অগণিত গুণে তিনি সম্মানীয় প্রাণ।
২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভক্ষণে,
অভিনন্দন রইল আন্তরিক মনে।
শিশুরা থাকুক গান-আনন্দে,
রাম প্রসাদের জীবন কাটুক ছন্দে।
খুলনা আর্ট একাডেমির কামনা,
শিশুদের সাথে হোক সুখের যাত্রা।
শিল্পী থাকুক সুরের আলো ছড়িয়ে,
শুভেচ্ছা রইল অনন্ত ঢেউয়ে।