মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম লোহাগাড়া প্রবাসীদের সামাজিক, মানবিক ও আর্থিক সংগঠন ডায়মন্ড প্রবাসী গ্রুপ লিমিটেডের উদ্যোগে পবিত্র মক্কায় একটা হোটেলে মতবিনিময় ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডায়মন্ড প্রবাসী গ্রুপের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল শুক্কুর।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডায়মন্ড প্রবাসী গ্রুপ লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ফারুক ও ডাইরেক্টর মোহাম্মদ আবু ছিদ্দিক।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ডায়মন্ড প্রবাসী গ্রুপ লিমিটেডের ক্যাশিয়ার আলহাজ্ব আব্দুল আজিজ, সহ ক্যাশিয়ার আলহাজ্ব মোহাম্মদ জকরিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ জামাল উদ্দিন ও ডাইরেক্টর আলহাজ্ব আলী আহমদ,আলহাজ্ব আব্দুস ছফুর, আলহাজ্ব শফিকুল ইসলাম, আলহাজ্ব রেজাউল করিম ও আলহাজ্ব মফিজুর রহমান।
সভায় দেশ থেকে ওমরায় মক্কায় আগত চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ফারুক ও আবু ছিদ্দিক কে ফুল দিয়ে বরণ করেন সংগঠনের সদস্যরা। সভায় চট্টগ্রাম চকবাজার ১৪ তলা ডায়মন্ড প্রবাসী টাওয়ারে দোকান ও ফ্ল্যাট বিক্রির ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।