
বিনয় দেবনাথ
=========
আমার বয়স যাই হোক প্রেমিক প্রেমিক
গন্ধটা এখনো টের পাই –
এরপর হয়তোবা স্বামী স্বামী গন্ধটা
পাকাপোক্ত হবে –
তারপর গার্ডিয়ান গার্ডিয়ান ভাব আসবে।
বয়স আমার এখন কত ?
আচ্ছা ” তখন কি কবিতার ভাব ,
কবিতার ভাষার ভাব বদল ঘটবে ?
তাহলে কি করে আমার কবিতাগুলো
পূর্ণতা পাবে ?
জানি কবিতার বয়স বাড়বে, নিজের
বয়স বাড়বে, শরীরে ভাঁজ আসবে।
কিন্তু আমি ত্রিশেই থেকে যাবো বড়জোড়
পঁয়ত্রিশে।
নদীর ধারে কাশবন দেখতে যাবো বরাবরের
মতই, সাদা কাশফুল, নদীর স্বচ্ছ জল,
ভেজা পায়ের নূপুর, এসবই থাকবে তখন।
তখন আমার আটকে থাকা কবিতাগুলো
পূর্ণতা পাবে,আমার বয়স যখন পঁচাশি হবে।