মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম
বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, লোহাগাড়ার আমিরাবাদের হাজারবিঘা এলাকার টংকাবতী খাল, পুটিবিলা ইউনিয়নের বিভিন্ন এলাকা এবং চুনতী সীমান্তে পানত্রিশা এবং আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ী এলাকায় অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করা হচ্ছে। অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে এসব এলাকার রাস্তাঘাট, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, খালপাড়ের বসতবাড়ি হুমকির মুখে পড়েছে।
সোমবার(১৫ সেপ্টেম্বর) বিকেলে লোহাগাড়া টংকাবতী খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন।
আলহাজ্ব শাহজাহান চৌধুরী আরো বলেন, বালু আমাদের দেশের অন্যতম খনিজ সম্পদ। এই সম্পদ যথাযথভাবে ব্যবহার করতে হবে। অপরিকল্পিত ও অবৈধ বালু উত্তোলন অনতিবিলম্বে বন্ধ করতে হবে। এক বালু মহাল ইজারা নিয়ে শর্ত ভঙ্গ করে অন্য জায়গা থেকে বালু উত্তোলন করা যাবে না। জামছড়ি বালু মহাল থেকে বালু উত্তোলন পরিবেশের ক্ষতি করলে তার ইজারা বাতিলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে তিনি সংশ্লিষ্ট মহলের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।
এসময় লোহাগাড়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, উপজেলা জামায়াত ইসলামীর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ হাসান, পদুয়া ইউনিয়ন জামায়াত ইসলামীর আমীর আ ক ম হামিদুল হক, মাস্টার মোবারক আলী, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম শিকদার, সমাজ সেবক আবুল কালাম ও পদুয়া যুব বিভাগের সভাপতি জিয়াবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।