
নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) প্লাটুন শুভ উদ্ধোধন ও মত বিনিময় সভা এবং বৃক্ষরোপন করা হয়েছে। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মো: নাছির উদ্দীন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রমনা রেজিমেন্টের কমান্ডার লে.কর্ণেল মুহাম্মদ ইসহাক।
বর্ণিল সাজে মনোরম পরিবেশে ব্যাপক প্রস্তুতি নিয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শহীদ আসাদ কলেজ এর শিক্ষার্থীরা শুরুতেই অধ্যক্ষ এর পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে কলেজ বিএনসিসি প্লাটুনের চৌকষ ক্যাডেট কোর এর সদস্যরা তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। জাতীয় পতাকা ও বিএনসিসি পতাকা উত্তোলন এর করে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) প্লাটুন এর শুভ উদ্ধোধন করেন এবং রেজিমেন্টের কমান্ডার উদ্বোধনী ঘোষণাপত্র পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করে বেরুন ও পায়তা উড়িয়ে। কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপন করা হয়। বড় ধরনের কেক কেটে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) প্লাটুন এর ২য়তলায় ক্যাম্পাস এর ভবন শুভ উদ্ধোধন শেষে দেশ ও জাতীর কল্যানে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়। বিএনসিসি ক্যাডেট ও শিক্ষার্থীদের উচ্ছ্বাসে পুরো অনুষ্ঠান প্রান্তবন্ত করে তুলেন। এছাড়া লে: কর্ণেল মুহাম্মদ ইসহাক পরিদর্শন বইয়েও মূল্যবান মন্তব্য লিপিবদ্ধ করেন। উদ্বোধনী পর্ব শেষে শিক্ষার্থী ও ক্যাডেটদের অংশগ্রহণে প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে অতিথি অনুষ্ঠানে রেজিমেন্ট কমান্ডার রমনা রেজিমেন্টের পক্ষ থেকে সরকারী শহীদ আসাদ কলেজ এর অধ্যক্ষ মো: নাসির উদ্দিনকে রেজিমেন্টাল ক্র্যাস্ট প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেজিমেন্ট কমান্ডার বিএনসিসির গুরুত্ব তুলে ধরে বলেন, “শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও দেশপ্রেমের বিকাশে বিএনসিসি অনন্য। পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগে সামরিক বাহিনীর সহায়ক শক্তি হিসেবেও এটি কার্যকর ভূমিকা পালন করে।” সবশেষে অধ্যক্ষ এর ভাল দিক তুলে ধরে কৃতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কলেজ পরিবার ও বিএনসিসি এর সকল কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মেজর আশরাফ আলম, অফিসার কাউন্সিল সম্পাদক আবুল বাশার ভূইয়া, ব্যবস্থাপনা বিভাগের প্রধান এস এম আমজাদ হোসেন,নরসিংদী সরকারি কলেজের পিইউও মো: আব্দুর রহিম, পিইউও নুসরাত জাহান সনি, পিইউও মোশাররফ হোসেন এবং সামরিক প্রশিক্ষক সবুর খান,নরসিংদী জেলা সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক বশির আহম্মদ মোল্লা প্রমূখ।
পরে অতিথিবৃন্দ ক্যাডেটদের সাথে ফটোসেশনে মিলিত হন।