মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা, হাতীবান্ধা,
লালমনিরহাট, বাংলাদেশ।
দেশকে নিয়ে ষড়যন্ত্রের জাল,
বুনছে আজ যারা।
এই মেশকে ভালোবাসা বুঝি
দেয় না আজ তাঁরা।
এই দেশেতে জন্ম নিয়ে
এই দেশে হয়েছে বড়।
এই দেশেতে বাস করে,
মাতে সকল ষড়যন্ত্র।
দেশের প্রতি মায়া মমতা,
এতটুকু নাই যাহার।
এই দেশেতে বাস করার,
দরকার কি তাঁহার?
রক্তে কেনা স্বাধীন দেশ,
মা বোনেরা সম্ভ্রম শেষ।
এই দেশকে নিয়ে ভিনদেশীরা,
ষড়যন্ত্র করছে বেশ।
আমরা বাঙালি জাতির শ্রেষ্ঠ,
ভয় করি না কোনো।
স্বদেশকে নিয়ে সব ষড়যন্ত্র,
আমরা রুখে দিবো যেন।