এম এম ইসলাম, বারাসাত:
উত্তর ২৪ পরগণার বারাসাত জেলা পরিষদ ভবনের ‘শহীদ তিতুমীর কক্ষে’ রবিবার অনুষ্ঠিত হল এক সাহিত্যসম্মেলন। অনুষ্ঠানের আয়োজক সৃজনশীল সাহিত্যধর্মী পত্রিকা ‘আলোর অন্বেষণে’। এদিনের আসরে কবি ও লেখক মহম্মদ মফিজুল ইসলাম-কে একসঙ্গে দুটি সম্মাননা প্রদান করা হয়— ‘বিদ্যাসাগর স্মৃতি সম্মাননা – ২০২৫’ এবং ‘মেধাভূষণ সম্মাননা – ২০২৫’। প্রাপকের হাতে পুরস্কার তুলে দেয় পত্রিকার সম্পাদক সোহরাব হোসেন।
রাজ্যের নানা প্রান্ত থেকে আগত প্রবীণ ও নবীন সাহিত্যকর্মীদের উপস্থিতিতে দিনভর অনুষ্ঠানটি রঙিন হয়ে ওঠে। সম্মাননা গ্রহণের পর কবি স্বরচিত কবিতা “চেতনা ফিরছে” পাঠ করেন। তাঁর আবৃত্তি শ্রোতাদের মনে সাড়া তোলে।
পত্রিকার সভাপতি মাননীয় গোবিন্দ পান্তি ও সম্পাদক মাননীয় সোহরাব হোসেন বলেন, বিদ্যাসাগরের মানবিক দৃষ্টিভঙ্গি এবং সমাজসংস্কারমূলক চেতনা আজও সমান প্রাসঙ্গিক। সেই মূল্যবোধের আলোকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।
সম্মাননা প্রাপ্তির পর কবি মহম্মদ মফিজুল ইসলাম কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই স্বীকৃতি তাঁর লেখনীকে নতুন উদ্যমে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। একইসঙ্গে তিনি ‘আলোর অন্বেষণে’ পত্রিকার সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত সাহিত্যপ্রেমীরা আয়োজকদের এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এরকম সাহিত্যোৎসব অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন।