
সাহেলা সার্মিন
“”””””””””””
পদ্ম ফোটা সেই শাপলা বিলে
এলো শাপলা তোলার মৌসুম,
দুই যুগ পর ইচ্ছেরা আবার
হাতছানি দেয় রাত্রি হলে নিঝুম।
বিলে ঝিলে মাঠে জল যতো
আঁধার রাতে অম্বরের জানালায়,
খৈ ফোঁটা নক্ষত্রের মতো
শাপলারা ফুটে থাকে জলের গায়।
পুকুর ঘাট জলে ডুবো ডুবো
ধান খেত ভাসমান,
সাদা মেঘ পাখনা মেলে
নীল পরি এক আসমান।
শিউলি ফুলের মালা কাঁদে
কাশবন দোলে হাওয়ায়,
কতোদিন তাদের দেখিনা আমি
মন কাঁদে একটু পেতে ছোঁয়ায়।
বন্ধু যারা আছে কি এখনো
আগের মতো তারা,
কে কোথায় আছে জানিনা তো সব
ভেবে ভেবে হই দিশেহারা।
গোল গোল বেল শালুক গুলো
তারা তুলে দিতো আমায়,
শাপলা লতায় মালা গেঁথে
পড়তাম কতো গলায়।
বড় বড় ঢ্যাপ নৌকায় ফেলে
একে একে করতো জমা,
কতো যত্নে রোদে শুকিয়ে
মা বানাতো খৈ এর মোয়া।
ধান খেতের আলে জাল ফেলে
ধরতো কতো বাহারী মাছ,
মাখামাখি সারা বাড়ি
আমিষে ভরা বারোমাস।
সবুজ গাছপালা তরুলতা
সবুজ মাঠ যেনো সবুজ মকমল,
ভোরের রূপালি আলো
বৃক্ষরাজির ফাঁকে করে ঝলমল।