
মোঃ জাবেদুল ইসলাম
খোকার আছে একটা ছোট্ট,
টিয়া পাখির ছানা।
খোকা তারে বাসে ভালো,
নাই তো তাার জানা।
খোকা দারুণ আদর করে,
টিয়া পাখির ছানাকে।
স্নেহ ভরে সোহেল করে,
ছোট্ট পাখি টিয়া ডাকে।
খোকা দুরে যায় না কোথাও,
টিয়া পাখির ছানা ছেড়ে।
কথা শেখায়, বুলি শেখায়,
ডানা দুটো দেয় নেরে।
খোকা ডাকে পাখির ছানাকে,
রোজ সকালে ভোর বিহানে।
খোকার ডাক শুনে টিযা ছানা,
কিচিরমিচির দেয় জানা।