কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
মনটা আমার প্রদীপ ছিলো
কেতা এসে নিবিয়ে দিলো?
কি ছিলো তার হৃদয় মাঝে
কেন এলো জীবন সাঁঝে ?
আড়াল থেকে দেখতাম তারে
তাকাতো সে আড়ে আড়ে,
কি ছিলো তার নীল আখিঁতে
পারলামনা আজ-ও বুঝতে !
কেটে গেলো সারাটা জীবন
করলো না আমায় আপন,
বুঝলাম যে-দিন ভালোবাসি
সেই থেকে আমি সাগরে ভাসি!
কেন এলো সে এই অবেলায়
কাটালাম জীবনটা বৈধব্য হেলায়!!