
নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় আলহাজ্ব আমেলা-নাছির কল্যান ট্রাস্টে উদ্যোগে অসচ্ছল পরিবারের ৫৯ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রধান করেছেন ট্রাস্ট এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল হক এর অর্থায়নে প্রতিবছরের নেই ব্যাপক প্রস্তুতি নিয়ে বর্ণিল সাজে আনন্দঘন মনোরম পরিবেশে এলাকার বিভিন্ন পেশার মানুষের উপস্থিতিতে
গত (২০ সেপ্টেম্বর) শনিবার সকালে নরসিংদীর রায়পুরায় আলহাজ্ব ফজলুল হক জয়নগর মহেশপুর উচ্চ বিদ্যালয় হল রুমে আলহাজ্ব আমেলা-নাছির কল্যান ট্রাস্টের চেয়ারম্যান আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার নুরুল হক এর সার্বিক ব্যবস্থাপনায় এই মেধা বৃত্তি প্রধান করা হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজ এর অধ্যক্ষ প্রফেসর ড,শফিউল আজম কাঞ্চন, পিরিজকান্দি লুক্ষ্মীপুর হাসেমখাঁ সিনিয়র আলিম মাদ্রাসা প্রিন্সিপাল মাওলানা মহিউদ্দিন,
আলহাজ্ব ফজলুল হক জয়নগর মহেশপুর উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, শতদল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল মামুন।
এসময় আরো উপস্থিত ছিলেন, মাওলানা তাজুল ইসলাম, জয়নাল আবেদীন, সমাজ সেবক নুরুল ইসলাম এবং অভিভাবক বৃন্দ।