
স্টাফ রিপোর্টার
খুলনা জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বিরাট মাধ্যমিক বিদ্যালয়ে খেলোয়াড়দের মাঝে ফুটবল ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন United People’s Bangladesh (UP Bangladesh) এর খুলনা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্বারী হাফেজ আয়াতুল্লাহ সুলতান খান।গতকাল বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত চারদলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি খেলোয়াড়দের হাতে সামগ্রীগুলো তুলে দেন। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন—
“শিক্ষার পাশাপাশি খেলাধুলার অভ্যাস গড়ে তুলতে হবে। খেলাধুলা মন-মানসিকতা বিকশিত করে, সুন্দর স্বাস্থ্য গঠনে সহায়ক হয়। কিন্তু আজকের প্রজন্ম খেলাধুলা থেকে দূরে সরে গিয়ে নানা অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তাদের সুপথে ফিরিয়ে আনতে শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে নিয়মিত ক্রীড়া আয়োজন জরুরি।” তিনি আরও জানান, খেলাধুলার উন্নয়নে আপ বাংলাদেশ খুলনা জেলা শাখার পক্ষ থেকে ধারাবাহিকভাবে সহযোগিতা করা হবে এবং ভবিষ্যতেও খেলোয়াড়দের পাশে থেকে প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী সরবরাহের আশ্বাস দেন।
তাঁর আহ্বান “পড়াশোনার পাশাপাশি খেলাধুলার অভ্যাস গড়ে তুলুন।”