মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম
২০ সেপ্টেম্বর, শনিবার, বিকাল ৪ টায় সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ বিভাগের মানবিক ও সেচ্ছাসেবীদের মিলনমেলা সাতকানিয়া রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে। এতে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ বিশেষ অবদানের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব শামশুল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইন্জিনিয়র নাছির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামি চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির এ্যডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, ইন্জিনিয়ার মুহাম্মদ মামুন উদ্দিন, বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপাজেলা সভাপতি অধ্যাপক হামিদুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তামিম মির্জা সহ চট্টগ্রাম দক্ষিণ বিভাগের অনেক মানবিক ও সামাজিক সংগঠন সভাপতি, সেক্রেটারি ও প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন এবং তাদের বিভিন্ন অবদানের জন্য বিশেষ সম্মাননা স্মারক দিয়ে সম্মানিত করা হয়।
অনুষ্ঠানে বক্তরা সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের কার্যক্রমের প্রশংসা করেন এবং তাদের সাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে অসংখ্য সদস্য, শুভাকাঙ্ক্ষী ও উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন।