গাঁজার শিশুর অশ্রু ভেজা
মায়ের বুকে আর্তনাদ।
বিশ্ব মঞ্চে রঙ্গ চলে
আমরা করি আলোকপাত।
স্তব্ধ কন্ঠে রুক্ষ দেহে
চলছে না আর এই জীবন।
বাঁচার চেয়ে মৃত্যু ভালো
ভাসছে যেনো দুই নয়ন।
ক্ষুধায় কাতর গাঁজার শিশু
মায়ের কোলে মৃত্যু।
হাজার হাজার লাশ জমেছে
বাবার চোখে অশ্রু।
গাঁজার শিশুর রুগ্ন শরীর
অনাহারে কাটছে দিন।
বোমার আঘাত সইছে তারা
হাজার শিশু দৃষ্টিহীন।
চাপা কান্না বুকে নিয়ে
গাঁজার শিশু মরতে চায়।
অনাহারে থাকার চেয়ে
স্বর্গে গিয়ে খাবার পায়।।।