
সানজিদা রুমা, নরসিংদী:
নরসিংদী সদরে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রত্যাশা-২ প্রকল্পের আওতায় ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ’ শীর্ষক ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫ ) সকাল ১১টায় উপজেলার কাঠালিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে ইউরোপীয় ইউনিয়ন ও সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর যৌথ অর্থায়নে এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর বাস্তবায়নে “ইম্প্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রির্টানী মাইগ্রেন্টস (প্রত্যাশা ২) প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কাঠালিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব দীন মোহাম্মদ মোল্লার সভাপতিত্বে ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রোগ্রাম সিএমও শেখ মোঃ রিয়াজুল কবির এবং প্রোগ্রাম অর্গানাইজেশনর মোঃ ওসমান গনি ও সোহরাব মোল্লা সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি, নারী সংগঠনের নেত্রী, বিদেশ ফেরত নারী ও পুরুষ অভিবাসী, অভিবাসী পরিবারের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি’সহ প্রমুখ।
প্যানেল চেয়ারম্যান বলেন মানুষ যদি সঠিকভাবে বিদেশ যেতে চায় তাহলে ব্র্যাক ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে যোগাযোগ করলে উপকৃত হবে। সেখান থেকে সঠিক তথ্য নিয়ে বিদেশ যেতে পারবে এবং ক্ষতিগ্রস্ত বিদেশ ফেরত অধিবাসীদের ব্র্যাক থেকে ঘুরে দাঁড়ানোর জন্য সহযোগিতা করা হয়।