মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি
যুগশ্রেষ্ঠ আলেম আশেকে রাসুল (দ.) হযরত মাওলানা হাফেজ আহমদ শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৫তম আন্তর্জাতিক মাহফিলের আখেরি মোনাজাতে মুসল্লির ঢল নামে। অধিবেশনানুসারে চট্টগ্রাম মেঘনা পেট্টোলিয়ামের মাওলানা জাফর সাদেক মিয়াজী, চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক, প্রবীণ আলেমেদ্বীন মাওলানা সিরাজুল আরেফীন ও ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) মোতওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আখেরি দিবসে বিশেষ মেহমান ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী। সমাপনী বক্তব্য রাখেন মোতাওয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত। চুনতী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামীর যৌথ সঞ্চালনায় আলোচনা করেন নারায়ণগঞ্জ জৈনপুরী দরবারের পীর ড. মাওলানা এনায়েত উল্লাহ আব্বাসী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর আলহাজ্ব ড. মাওলানা গিয়াস উদ্দিন তালুকদার ও ড. মাওলানা আ.ক.ম আবদুল কাদের, কুমিল্লা নাগাইশ দরবারের পীর সাহেব আলহাজ্ব মাওলানা মোশতাক ফয়েজী, ড. হাফেজ মাওলানা শহিদুল ইসলাম বারাকাতি, মাওলানা জহিরুল ইসলাম জাবেরী, মাওলানা এহসান উল্লাহ আব্বাসী, রাহবারে বায়তুশ শরফ মাওলানা মুহাম্মদ আবদুল হাই নদভী, বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ড. মাওলানা সাইয়িদ আবু নোমান, বিশিষ্ট গবেষক ড. মাওলানা ঈসা শাহেদী, কাজী মাওলানা মুহাম্মদ নাসির উদ্দীন, চুনতী মসজিদে বায়তুল্লাহ’র খতিব মাওলানা জাফর সাদেক ইকবাল। দারসূল হাদীস বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আলা উদ্দিন ইমামী।
বক্তারা বলেন নফসের পরিশুদ্ধি ছাড়া মানুষের ঈমান ও ইসলাম কখনো বিশুদ্ধ ও পরিপূর্ণ হয় না। আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে মানুষ দুনিয়াবী জীবনে প্রশান্তি ও মানসিক স্থিরতা লাভ করে। নফস যখন পরিশুদ্ধ হয়, তখন এর মধ্যে সৎকর্মের প্রতি ফিতরাহ ও আগ্রহ তৈরি হয়। নফসকে কন্ট্রোল করার একমাত্র মাধ্যম হিসাবে তাযকিয়াতুন নফসকে পরিচয় করানো হয়েছে, যা শয়তানের প্ররোচনা থেকে আত্মরক্ষায় সাহায্য করে। দেশ ও জাতির শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে চুনতী ১৯ দিনব্যাপী ৫৫তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.), লাখ লাখ মুসল্লি দেশ ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও ইহকাল-পরকালের জন্য আল্লাহর কাছে ক্ষমা ও কল্যাণ প্রার্থনা করে। কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মুহি উদ্দীন, ক্বারী মাওলানা রবিউল্লাহ, ক্বারী মাওলানা জালাল উদ্দীন মুনিরী, ক্বারী মাওলানা ওবায়দুল্লাহ আব্বাসী। না’আতে রসূল (সা.) পরিবেশন করেন শাহাদত হোছাইন, মাওলানা ইউনুস আলী, হাফেজ হোছাইন মুহাম্মদ সাঈদী, তালিমুল ইসলাম, আবদুল্লাহ আল আকরাম হাদী, শাহেদুল আনোয়ার সাদ, শায়ের মুহাম্মদ আবদুস শুকুর, মবরুর হোছাইন ছিদ্দিকী, আল আকিব মুহাম্মদ নাজমুস সাকিব, হাফেজ মাওলানা আবদুল হামিদ। মাহফিলে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, লোহাগাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আ ন ম নোমান, আলহাজ্ব আবু তাহের, এইচ.এম. মাহাবুবুল হক, শাহাজাদা তৈয়বুল হক বেদার, আলহাজ্ব কাজী আরীফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।