
মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা হাতীবান্ধা
লালমনিরহাট, বাংলাদেশ।
এই দুনিয়ায় মা ছাড়া,
কেউ ভালোবাসে না।
এই দুনিয়ায় সবার মাঝে,
আপন হয় প্রিয় মা।
সবাই মিলে করবে ঘৃণা,
আসবে যখন বিপদ।
তোমার পাশে কেউ রবে না,
দেখবে কতো আপদ।
মা জননী যায় না কোথাও,
থাকে তোমার কাছে।
আদর সোহাগ মমতা ভরা,
সাহস জোগায় পাশে।
অসুখ বিসুখ হলে সবাই,
মুখ ফিরিয়ে নেয়।
মায়ের আদর বিলিয়ে মা,
দারুণ সেবা দেয়।
বাড়ির ভেতর সবাই মিলে,
তোমার শত্রু হয় যখন।
মা জননী খাঁটি আপন অতি,
বন্ধু হয়ে যায় যেন তখন।
এই দুনিয়ায় স্বার্থ ছাড়া,
কেউ আপন হয় না।
স্বার্থ ছাড়া অতি আপন,
আমার প্রিয় জননী মা।