
দুটি বৃন্তে একটি ফুল
অটুট বন্ধন কোরানের কলেমায়,
এক ছাদের নিচে এক চাদরে বসবাস।
মনটাও যদি তেমনি এক হয়
একে অপরকে বুঝতে চেষ্টা চলে,
সকাল দুপুর নিশিত যখন তখন
একে অপরকে করবে সেক্রিফাইজ,
থাকবে বিশ্বাসে মোড়ানো একটি বৃত্ত।
ভালোবাসার কথা নাইবা বললাম;
যেখানে অবহেলা নেই
ভালোবাসার সেখানে অবাধ বিচরণ ।
বলতে হয়না ভালোবাসি —–
যেখানে একজন ছাড়া অন্যজন নিঃস্ব,
একজনকে ছাড়া আরেকজন অচল,
একজন ছাড়া অন্যজনের সময় কাটতে চায়না;
বিরহে কাটে নির্ঘুম রাত্রি।
একজনের অসুখে অন্যজনের চোখে জল ঝরে
সুখের ঝলকে আরেকজনের ঠোঁটে হাসি ফুটে,
একজনকে রেখে অন্ন রোচেনা মুখে
মিলেমিশে থাকে সুখে-দুঃখে;
সেখানে ” ভালোবাসি” শব্দের অনুভূতি
জড়িয়ে থাকে সব জায়গায়!
ঝগড়া হবে, অভিমানে বুক ফেটে যাবে
দু’জন দু”জন থেকে মুখ ফিরিয়ে রাখবে
কিন্তু মনটা অন্তর থেকে একটুও বিচ্যুত হবেনা
ক্ষণপরে একজনের ডাকে আরেকজন
সারা না দিয়ে পারবে না।
এমনি হওয়া চাই অনুরাগের দাম্পত্য।
দাম্পত্যকে সুখী এবং সুন্দর করতে
দু’জনেরই সমান দায়িত্ব রয়েছে,
সেখানে শুধু নারীকে দোষী করে
সংসার ভাঙনের দ্বন্ড দেয় সমাজ।
অথচ নারীই আষ্টেপৃষ্টে বেঁধে রাখে পুরুষকে,
নারীর ভালোবাসার সতেজতার সুঘ্রাণ
একটি জান্নাতি উপঢৌকন,
পুরুষের নিউরনে শান্তির বার্তা একমাত্র নারীই পৌঁছে দিতে পারে।