মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা হাতীবান্ধা
লালমনিরহাট, বাংলাদেশ।
আমার এ দেশ, আমি থাকবো,
এ দেশকে ভালোবাসি।
কষ্ট বেদনা আনন্দ উল্লাস নিয়ে,
আমি সুখের হাসা হাসি।
এ দেশেতে চন্দ্র সূর্য উঠে রোজ,
নীল আকাশের কোলে।
পাখিরাদের ঝাক উড়ে চলে যায়,
হাত ছানি দেয় বোলে।
রাখাল ছেলে বটের ছায়ায় বসে,
বাজায় সুরের বাঁশি।
শরতের ছোঁয়ায় সাদা মেঘেরা,
চলেছে আজ ভাসি।
দুর পাহাড়ের টিলায় বসে,
আমায ডাকছে যেন কে?
বনলে তারা দুর পাহাড়ে আসো
তবে সঙ্গী হয়ে এবার নে।
মাঝিরা ডাকে নাও ভাসিয়ে,
যাবে দুরের গায়ে।
মিনতি সুরে ডাকছে আমায়,
বসতে তাদের নায়ে।
মাঠের ছেলেরা মনের হরসে,
খেলছে হা- ডু-ডু, দাঁড়িয়াবান্ধা।
ছোট ছেলে মেয়েরা খালে বিলে,
তারা ধরে ডানকিনে মাছ চান্দা।
হেমন্তের দিনে গাঁয়ের চাষারা,
দল বেঁধে কাটে পাকা ধান।
ধান কাটার সাথে কৃষকেরা গায়,
নানা সুরের যেন নানা গান।
এ সব দৃশ্য মনে দেয় দোলা,
কতো তার সুর বাজে।
সুজলা সুফলা শস্য শ্যামলা,
সবুজের ঢেউ সাজে।
এমন সুন্দর স্বাধীন দেশটি,
কার ভালো না লাগে বলো।
এদেশ যদি ভালো না লাগে তবে,
অন্য দেশে তুমি পথ চলো।