একে মিলন সুনামগঞ্জ থেকেঃ
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জ পৌরসভা ও দোয়ারাবাজার উপজেলারবিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ সিলেট অঞ্চলের সিওঃ উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার সিপিসি ৩ কপিল দেব।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তিনি সুনামগঞ্জ পৌর শহরের সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গাবাড়ি, দোয়ারাবাজার উপজেলা আমবাড়ি এলাকার পূজা মণ্ডপ ঘুরে দেখেন। এ সময় তিনি পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং
পূজা মণ্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা বিষয়ে জেলার কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় করেন।
পূজা উদ্যাপন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে র্যাবের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং পাশাপাশি নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।