
স্টাফ রিপোর্টার:
বগুড়া জেলার গাবতলী উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ে গতকাল অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহাসিক বিদ্যালয় আজও এলাকার শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষা অনুরাগী ও ক্রীড়া ব্যক্তিত্ব মোঃ জাবেদ আলী মন্ডল রতন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইবনে রেজা মামুনুর রশীদ সাজুর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাহামুদুল হাসান মামুন, এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমএস (অর্থোপেডিক সার্জন), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা; বিশিষ্ট সমাজসেবক জাফর ইকবাল মানিক এবং প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য আবু বকর সিদ্দিক।
অতিথিরা বলেন, বর্তমান সময়ের প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষা অর্জন ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়। শিক্ষার্থীদের নৈতিক, সামাজিক ও মানবিক গুণাবলি অর্জনের পাশাপাশি আধুনিক জ্ঞান-বিজ্ঞান চর্চায় মনোযোগী হওয়ার আহ্বান জানান বক্তারা। তারা আরও বলেন, অভিভাবক-শিক্ষক-শিক্ষার্থীর সমন্বিত প্রচেষ্টায় একটি বিদ্যালয় প্রকৃত অর্থেই আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তরিত হয়।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জানানো হয়। তাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা। এসময় বক্তারা শিক্ষার্থীদের সাফল্যে অভিভাবক ও শিক্ষকদের ভূয়সী প্রশংসা করেন।
সমাবেশে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।